নিষ্ফলা পরিস্থিতিতে তামিমের বিনোদনদায়ী ইনিংস

Tamim Iqbal
ছবি: এসএলসি

অতি নাটকীয় কিছুর আশায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু পরিস্থিতি যায়নি তার ধারকাছেও। ফল হবে না, অনেকটা নিশ্চিত এমন পরিস্থিতিতে দারুণ বিনোদনদায়ী এক ইনিংস খেলছেন তামিম ইকবাল। প্রথম ইনিংসে যে অ্যাপ্রোচে ব্যাট করেছিলেন, দ্বিতীয় ইনিংসেও একই ভূমিকাও পাওয়া গেল তাকে। ১০৭ রানে পিছিয়ে শেষ দিনে তার ব্যাটেই অনায়াসে এগুচ্ছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে ৮ উইকেটে ৬৪৮ রান তুলে লাঞ্চে গিয়েই ইনিংস ছেড়ে দেয় শ্রীলঙ্কা। ১০৭ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১০০ রান তুলে শেষ দিনের চা-বিরতিতে গেছে বাংলাদেশ। ৫৬ বলে ফিফটি তুলে ৯৮ বলে ৭৪ করে অপরাজিত আছেন তামিম, ২৩ রান নিয়ে তার সঙ্গী অধিনায়ক মুমিনুল হক। 

লাঞ্চের পর ব্যাটিং পেয়ে ক্রিজে গিয়েই মারতে শুরু করেন তামিম। আরেক প্রান্তে সাইফ হাসানকে নিয়ে পৌঁছান ২১ রানে। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়া সাইফ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। সুরাঙ্গা লাকমালের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ক্যাচ দেন উইকেটের পেছনে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তও দ্রুতই বিদায় নেন। লাকমালের বলে কোন রান করার আগে প্লেইড অন হয়ে ফেরেন তিনি।

২৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ বিপদে পড়েনি তামিম-মুমিনুল হকের জুটিতে। ক্রিজে এসে মুমিনুল ছিলেন অতি সতর্ক। তামিমকে একপাশে রান বাড়াতে দেখে টিকে থাকার পণ নেন তিনি। প্রথম ২৫ বলে করেন কেবল ১ রান। এরপর ধীরে ধীরে রান আসতে থাকে তার ব্যাটে।

তবে আরেক পাশে তামিমই ছিলেন বেশি সাবলীল। বারবার ধনঞ্জয়া ডি সিলভার বলে উইকেট ছেড়ে বেরিয়ে হাঁকিয়েছেন। এভাবে আনেন দুই ছক্কা, এক চার। পেসারদের বলও অনায়াসে করেছেন সীমানা ছাড়া। মোট চার ছক্কা এসেছে তামিমের ব্যাটে।

ফিফটি তুলে নেওয়ার পর আরও সড়গড় হয়েছে তার ব্যাট। চাইলেই যেকোনো শট খেলতে পারেন এমন আত্মবিশ্বাস দেখা গেছে।  তৃতীয় উইকেটে দুজনের জুটিতে এসে গেছে ৭৩ রান। তাদের জুটিতেই দ্বিতীয় ইনিংসে লিড নেওয়ার অনেক কাছে চলে গেছে বাংলাদেশ।

এই টেস্টের বাকি আছে আর এক সেশন। তবে ম্যাচে পরিস্থিতিতে ড্র ছাড়া অন্য কোন ফলের বাস্তব সম্ভাবনা। তৃতীয় সেশনের মাঝপথেই তাই খেলা বন্ধ হয়ে যেতে পারে। তার আগে তামিম সেঞ্চুরি করতে পারেন কিনা দেখার বিষয়।

সংক্ষিপ্ত স্কোর:

(পঞ্চম চা-বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৪১/৭

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৭৯ ওভারে ৬৪৯/৮ (ডিক্লে) (করুনারত্নে ২৪৪, থিরিমান্নে ৫৮, ওশাদা ২০, ম্যাথিউস ২৫, ধনঞ্জয়া ১৬৬, নিশানকা ১২, ডিকভেলা ৩১ , হাসারাঙ্গা ৪৩, লাকমাল ২৩*, বিশ্ব ০*  ; আবু জায়েদ ০/৭৬, তাসকিন ৩/১১২, ইবাদত ১/৯১, মিরাজ ১/১৬০, তাইজুল ২/১৬৪, মুমিনুল ০/১৮, সাইফ ০/৫)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২৩ ওভারে ১০০/২ ( তামিম ব্যাটিং ৭৪*, সাইফ ১, শান্ত ০, মুমিনুল ব্যাটিং ২৩* ; লাকমাল ২/১৪ , বিশ্ব ০/১৮, ধনঞ্জয়া ০/৪৫, হাসারাঙ্গা ০/১১)

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

45m ago