মৌলভীবাজারে ইউনিয়ন পরিষদ ভবন পুড়ে ছাই

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদে আজ রোববার সকালে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Moulvibazar.jpg
আগুনে ইউনিয়ন পরিষদের সেমিপাকা পাঁচটি কক্ষ, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সব নথি পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: স্টার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদে আজ রোববার সকালে ভয়াবহ অগিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ইউনিয়ন পরিষদের সেমিপাকা পাঁচটি কক্ষ, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ সব নথি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ।

কীভাবে আগুন লেগেছে তা জানতে তিন সদস্যর একটি তদন্ত কমিটি করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, ‘সকাল ৮টার দিকে থানার ওসি মৌলভীবাজারের যাচ্ছিলেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদ ভবন থেকে ধোয়া বের হতে দেখেন। তিনি বিষয়টি ফোনে জানান। পরে স্থানীয়রাও বিষয়টি জানান। তারা ফায়ার সার্ভিসেও খবর দেন। খবর পেয়ে দ্রুত এসে দেখি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়েছে।’

‘আগুন কীভাবে লেগেছে তা বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আগুনে সব কিছু পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে’, বলেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান বলেন, ‘ঘটনাস্থলে পরিদর্শন করে বিষয়টি জেলা প্রশাসককে জানানোর পর তিনি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।’

Comments