ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ৫৩ আরোহীর কেউ বেঁচে নেই

INDONESIA-SUBMARINE.jpg
নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া গেছে। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে খুঁজে পাওয়া গেছে। সাবমেরিনটির ৫৩ জন আরোহীর কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার সামরিক কমান্ডার এয়ার চিফ মার্শাল হাদি জাহজানটো।

সিএনএন জানায়, গতকাল বালি সাগর, যেখানে কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি হারিয়ে গিয়েছিল, সেখান থেকে সাবমেরিনটির ছয় টুকরো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। উদ্ধারকাজে অংশ নেওয়া ইন্দোনেশিয়ার রিগেল যুদ্ধজাহাজ সেই অঞ্চলটি স্ক্যান করে বস্তুগুলো শনাক্ত করে। জাহাজটি শব্দ তরঙ্গ ও একটি চুম্বকজাতীয় বস্তু ব্যবহার করে সেগুলো শনাক্ত করেছিল।

আজ রোববার সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার সামরিক কমান্ডার বলেন, ‘সিঙ্গাপুর থেকে এমভি সুইফট রেসকিউ জাহাজটি পানির নিচে ছবি তুলতে রিমোট চালিত গাড়ি (আরওভি) পাঠিয়েছিল। আমরা সাবমেরিনের বিভিন্ন অংশের ছবি পেয়েছি এবং সেগুলো কেআরআই নাংগালা-৪০২ এর অংশ বলে নিশ্চিত হয়েছি।’

তিনি বলেন, ‘সেই প্রমাণের ভিত্তিতে আমি ঘোষণা করছি যে, নাংগালা সাবমেরিন ডুবে গেছে এবং এর ৫৩ জন ক্রুর সবাই মারা গেছেন।’

আরও পড়ুন:

নিখোঁজ সাবমেরিনের ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে: ইন্দোনেশিয়ার নৌবাহিনী

সাবমেরিনের খোঁজ মেলেনি, ‘অজানা বস্তু’ শনাক্ত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী

৫৩ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

1h ago