বায়তুল মোকাররমে ভাঙচুর-আগুনের অভিযোগে মামুনুলের বিরুদ্ধে আরও ২ মামলা

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আরও দুইটি মামলা হয়েছে। পল্টন থানায় হওয়া এই দুই মামলায় বায়তুল মোকাররমে ভাঙুর, অগ্নিসংযোগ এবং অন্তর্ঘাতের অভিযোগ আনা হয়েছে।
ঢাকার মোহাম্মদপুর থেকে গত ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। ছবি: শেখ এনাম

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আরও দুইটি মামলা হয়েছে। পল্টন থানায় হওয়া এই দুই মামলায় বায়তুল মোকাররমে ভাঙুর, অগ্নিসংযোগ এবং অন্তর্ঘাতের অভিযোগ আনা হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই জন— আবাব আহমেদ রিজভী ও রুমন শেখের দায়ের করা মামলা দুটিতে হেফাজতের আরও তিন জন যুগ্ম মহাসচিবকে আসামি করা হয়েছে। তারা হলেন—লোকমান হাকিম, জুনায়েদ আল হাবিব ও নাসির উদ্দিন মনির।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম মামলার খবরের সত্যতা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা মামলার তদন্ত শুরু করেছি।

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ বলেছিল, মামুনুলের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রয়েছে। এ ছাড়া, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের চালানো ধ্বংসযজ্ঞের মামলাতেও মামুনুল আসামি।

আরও পড়ুন:

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে: পুলিশ

মামুনুলের ৭ দিনের রিমান্ড

হেফাজতের যুগ্ম-মহাসচিব জুনায়েদ বারিধারা মাদ্রাসা থেকে গ্রেপ্তার

হেফাজতের ঢাকা মহানগরের সহ-সভাপতি জুবায়ের গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago