নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় দুটি ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে আলেয়া বেগম (৩৮) নামে এক নারী মারা গেছেন। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দিনগত রাত ২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘আলেয়ার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’
ডা. সামন্ত লাল সেন আরও জানান, এই ঘটনায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃত আলেয়ার স্বামী হাবিবুর রহমান (৪০), তাদের মেয়ে সাবিহা তাবাসসুম মিম (১৭), মিমের ৪৫ দিন বয়সী সন্তান মাহির ও মিমের নানি
সামন্ত বেগম (৬৫)। তাদের মধ্যে হাবিবের শরীরের ২২ শতাংশ, মিমের পাঁচ শতাংশ, মাহিরের ১২ শতাংশ ও সামন্তের ১৩ শতাংশ পুড়ে গেছে। লিমন (১৭) ও সাথী আক্তার (১৯) নামে আরও দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গত শুক্রবার ভোর ৬টার দিকে পশ্চিম তল্লার তিনতলা ভবনের দুটি ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই পরিবারের ১১ জন দগ্ধ হন।
আরও পড়ুন:
Comments