চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ১

চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার এই দুর্ঘটনায় নিহত মো. আইনউদ্দিন (২৭) ও আহত খোরশেদ আলম (২০) দুজনই বৈদ্যুতিক মেকানিক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের নায়েক শীলাব্রত দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাতে ফ্লাইওভারে কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। ভোর সাড়ে ৪টার দিকে তাদের হাসপাতালে আনা হলে চিকিত্সকরা আইনুলকে মৃত ঘোষণা করেন এবং খোরশেদকে বার্ন ইউনিটে ভর্তি করেন।’
Comments