হেফাজত নেতা মামুনুল ও জুনায়েদ আল হাবিবের ৭ দিনের রিমান্ড
হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ঢাকা মহানগর ইউনিটের সভাপতি জুনায়েদ আল হাবিবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
২০১৩ সালের ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন ও মতিঝিল থানার আলাদা দুটি নাশকতার মামলায় আজ সোমবার তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা এই দুই মামলায় মামুনুল ও হাবিবের ২০ দিনের রিমান্ড আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।
গত ২৫ মার্চের সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলায় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. কামরুল হাসান তালুকদার তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আর ২০১৩ সালের সহিংসতার ঘটনায় মতিঝিল থানার মামলায় ওই থানার পরিদর্শক মনির হোসেন মোল্লাও ১০- দিনের রিমান্ড আবেদন করেন।
এর আগে, ওই দুই মামলায় মামুনুল ও জুনায়েদ আল হাবিবকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মোহাম্মদপুর থানায় গত বছর দায়ের করা একটি মামলায় গত ১৯ এপ্রিল মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরও পড়ুন:
হেফাজত নেতা মামুনুলের ৭ দিনের রিমান্ড
২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা
বাবুনগরী-মামুনুলসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির
সোনারগাঁও থানায় মামলা: হেফাজতের ৪ নেতা গ্রেপ্তার
মামুনুলের পক্ষ-বিপক্ষ, কুষ্টিয়ায় আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
মামুনুল হককে নিয়ে পোস্ট: সুনামগঞ্জে যুবলীগ নেতা আটক
সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে: পুলিশ
Comments