বোরো মৌসুমে সরকার চাল কিনবে ৪০ টাকা, ধান ২৭ টাকা কেজি মূল্যে
বোরো মৌসুমে ১১ লাখ টন সেদ্ধ ও আতপ চাল এবং ৬ লাখ টন ধান কিনবে সরকার। ৪০ টাকা কেজি দরে সেদ্ধ চাল, ৩৯ টাকা কেজি দরে আতপ চাল এবং ২৭ টাকা কেজি দরে ধান কেনা হবে।
আজ সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ধান কেনা আগামী ২৮ এপ্রিল থেকে ও চাল কেনা ৭ মে থেকে শুরু হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গতবারের চেয়ে এবার তিন টাকা বেশি দামে কেনা হচ্ছে। যে দরে ধান কেনা হচ্ছে তা চালের দরে ধরা হলে দাম দাঁড়ায় ৪২ টাকা। তবে কৃষককে ন্যায্যমূল্য নিশ্চিতে এবার ধানের দর একটু বেশি ধরা হয়েছে।
দেশের সরকারি গুদামে মাত্র চার দশমিক ৬২ লাখ টনের মতো খাদ্যশস্য মজুদ আছে, যা ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। মজুদ বাড়াতে সরকার গত বছরের তুলনায় বেশি দামে কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে ধান, চাল ও গম কেনার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন-
Comments