কেমিক্যালের গুদাম: কত প্রাণ ঝরলে টনক নড়বে?
নিমতলী, চকবাজার এবার আরমানিটোলা। আগুনে প্রাণ হারিয়েছে অসংখ্যা মানুষ। প্রতিটি ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরানোর কথা বলা হলেও এতদিনে কেন তা বাস্তবায়ন করা যায়নি? এর দায়ভার কার?
নিমতলী, চকবাজার এবার আরমানিটোলা। আগুনে প্রাণ হারিয়েছে অসংখ্যা মানুষ। প্রতিটি ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরানোর কথা বলা হলেও এতদিনে কেন তা বাস্তবায়ন করা যায়নি? এর দায়ভার কার?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম-এ আজ আমরা জানব এইসব প্রশ্নের উত্তর। আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।
Comments