বিবাদ মীমাংসায় থানায় তৃতীয় লিঙ্গের ২ গ্রুপ
কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গের দুই গ্রুপ নিজেদের মধ্যে বিবাদের মীমাংসা চেয়ে আজ মঙ্গলবার মিরপুর থানা ঘেরাও করে। পরে মিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিনের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয় বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
তিনি বলেন, প্রায় দুই শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ দুপুর ১টার দিকে থানায় জড়ো হন।
ওসি জানান, মিরপুরের পোড়াদহ এলাকায় প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের বাস। তাদের মধ্যে বিভিন্ন স্বার্থগত বিষয় নিয়ে দলাদলি আছে। তাদের মধ্যে নয়ন ও নাহিদ নামের দুজন দুটি গ্রুপের নেতৃত্ব দেন।
তিনি জানান, দুই গ্রুপের মধ্যে অর্থ আদায়, ভাগ বাটোয়ারা ও এলাকার দখল নিয়ে দ্বন্দ্ব আছে। এসব নিয়ে সম্প্রতি নয়নের নেতৃত্বাধীন দল থানায় অভিযোগ করে। এর মধ্যে নয়ন তার দলবল নিয়ে কিছুদিন আগে অন্য আরেক গ্রুপে মিশে যায় এবং নাহিদের গ্রুপের ওপর নির্যাতন শুরু করে বলে অভিযোগ আছে। অনেকের ঘর-বাড়িও ভাঙচুর করা হয়। তখন নাহিদ থানায় পাল্টা অভিযোগ করেন।
'আজ দুপুরে তারা থানায় জড়ো হলে বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। তিনি উভয় পক্ষকে থানায় বসিয়ে বিষয়টি সমাধান করে দেন,' বলেন ওসি।
উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন দ্য ডেইলি স্টারকে জানান, 'তাদের স্বার্থগত কিছু বিষয় ছিল। সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। তারা আর কোন বিরোধে জড়াবে না বলে পুলিশের কাছে প্রতিশ্রুতি দিয়েছে।'
সমস্যা সমাধানের পর দুই পক্ষই প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান।
Comments