সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন খালেদা জিয়া
করোনাভাইরাস সংক্রমিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি স্ক্যানসহ কিছু মেডিকেল পরীক্ষার জন্য আজ মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ম্যাডামকে (খালেদা) রাত ৮টার দিকে সিটি স্ক্যানসহ কয়েকটি পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। হাসপাতালে এ ব্যাপারে সব ব্যবস্থা করা হয়েছে।’
জাহিদ বলেন, ‘পরীক্ষার পরেই তিনি গুলশানের বাসায় ফিরে আসবেন।’
তিনি বলেন, ‘২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলেও খালেদা জিয়ার করোনা পজিটিভ আসে, তবে তার দেহে ভাইরাসের কোনো লক্ষণ নেই।’
১৪ এপ্রিল খালেদাকে সিটি স্ক্যানের জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে চিকিৎসকরা জানিয়েছেন যে তার ফুসফুসে কিছু সংক্রমণ পাওয়া গেছে।
খালেদা জিয়ার বাড়ির আট জন সদস্য ভাইরাসে সংক্রমিত হওয়ায় ১০ এপ্রিল তিনি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন এবং তার রিপোর্ট পজিটিভ আসে।
Comments