সাকিব, মাহমদুউল্লাহর সঙ্গে পিএসএলে লিটন
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)’র অসমাপ্ত আসরে আবার ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো ফ্রেঞ্চাইজি এই আসরে ডাক এসেছে লিটন দাসের। ড্রাফটে থাকলেও দল পাননি তামিম ইকবাল।
করোনাভাইরাস মহামারির কারণে ১৪ ম্যাচ পরেই বন্ধ হয়ে গিয়েছিল পিএসএলের নতুন আসর। সাময়িক বিরতির পর ২ জুন থেকে আবার শুরু হবে খেলা। টুর্নামেন্টের বাকি আছে আরও ২০ ম্যাচ। এই বিরতির কারণে দলগুলোর স্কোয়াডেও আসছে অপ্রত্যাশিত বদল। কয়েকজন বিদেশি তারকাকে এই সময়ে পাওয়া যাবে না। তাদের বদলে আবার তাই বিদেশি ক্রিকেটার ড্রাফট থেকে টানার সুযোগ পায় ফ্রেঞ্চাইজিগুলো।
তাতে লাহোর কালান্দার্স দলে নেয় সাকিবকে। এই মুহূর্তে সাকিব অবশ্য কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলছেন। এর আগেও পিএসএলে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন সাকিব।
আগে কোয়াটা গ্লাডিয়েটর্সে এক মৌসুম খেলা মাহমুদউল্লাহ এবার ভিড়িয়েছেন মুলতান সুলতানসে।
আর লিটনকে নিয়েছে করাচি কিংস। এই নিয়ে দ্বিতীয়বার দেশের বাইরের কোন ফ্রেঞ্চাইজি আসরে ডাক এল লিটনের। ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন।
পিএসএলে ডাক পেলেও জুন মাসে তাতে বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
Comments