একাদশে স্পিন শক্তি বাড়াচ্ছে শ্রীলঙ্কা
প্রথম টেস্টের একাদশ থেকে একটা পরিবর্তন অবশ্যই করতে হতো শ্রীলঙ্কাকে। কারণ চোটের কারণে ছিটকে গেছেন পেসার লাহিরু কুমারা। তার জায়গায় আরেকজন পেসার খেলানোর চিন্তা নেই লঙ্কানদের। অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছেন, উইকেটে বোলারদের জন্যও কিছু সহায়তা দেখে একাদশ সাজাচ্ছেন তারা।
পাল্লেকেলেতে প্রথম টেস্টে ব্যাটসম্যানরাই দাপট দেখিয়েছেন। দুই দল মিলিয়ে রান হয়েছে ১২৮৯। উইকেট পড়েছে কেবল ১৭টি। নিষ্প্রাণ সেই উইকেটে ম্যাচ হয়েছে অনুমিত ড্র। বৃহস্পতিবার থেকে একই ভেন্যুতে শুরু হচ্ছে দুদলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট ফল বের করতে মরিয়া স্বাগতিকরা। চোটগ্রস্থ দুই পেসারের বদলে স্কোয়াডে নিয়েছে দুই স্পিনার। এরমধ্যে লাহিরুর জায়গায় আসা চায়নাম্যান লাকসান সান্দাকানের খেলার সম্ভাবনা প্রবল। বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক স্পষ্টই জানিয়ে দেন একাদশে থাকবে স্পিন আধিক্য, ‘আমি আগেও বলেছি এই উইকেটে ফিফটি-ফিফটি সুযোগ থাকবে। মানে বোলারদের জন্যও কিছু থাকবে। সেই জায়গা থেকে অবশ্যই আমরা দুই পেসার ও ধনঞ্জয়াসহ (অফ স্পিনিং অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা) তিন স্পিনার নিয়ে খেলব।’
লঙ্কানরা উইকেটে বোলারদের সহায়তা দেখলেও বাংলাদেশ কোচ মনে করছেন ব্যাটসম্যানদের জন্য এবারও হতে যাচ্ছে আরেকটি ভালো পিচ, ‘গতকাল আমি উইকেট দেখেছি। আজও এখনো দেখিনি। তবে গতকাল দেখে মনে হলো উইকেট খুবই ভালো (ব্যাটসম্যানদের জন্য।’
Comments