ভারতে ভ্যাকসিনের দাম ১০০ রুপি কমাল সেরাম

Mumbai-1.jpg
মুম্বাইয়ের একটি টিকাকেন্দ্র। ছবি: রয়টার্স

ভারতের রাজ্যগুলোর জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের দাম কমানোর ঘোষণা দিয়েছে সেরাম ইনস্টিটিউট।

আজ বুধবার সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা এক টুইট বার্তায় এ ঘোষণা দেন।

বর্তমান সময়ে ভারতে সবচেয়ে বেশি প্রচলিত ভ্যাকসিন কোভিশিল্ড’র উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, এখন থেকে তারা প্রতি ডোজের দাম ৪০০ রুপির পরিবর্তে ৩০০ রুপি করে রাখবে।

কেন্দ্রীয় সরকারের কাছে সেরাম ইনস্টিটিউট প্রতি ডোজ ভ্যাকসিন ১৫০ রুপি করে বিক্রি করছে। কেন্দ্র ও রাজ্য পর্যায়ে ভ্যাকসিনের দাম ভিন্ন হওয়ার কারণে সমোলোচনার মুখে রাজ্যগুলোর জন্যেও দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনেওয়ালা ওই টুইট বার্তায় আরও বলেন, ‘সেরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি জনহিতকর প্রচেষ্টা হিসেবে আমি রাজ্যগুলোর জন্য প্রতি ডোজ ভ্যাকসিনের দাম ৪০০ রুপি থেকে কমিয়ে ৩০০ রুপি ঘোষণা দিচ্ছি। এতে রাজ্যগুলোর হাজার হাজার কোটি রুপির তহবিল বাঁচবে। এর ফলে, তারা আরও বেশি ভ্যাকসিন কিনে বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচাতে পারবে।’

Comments

The Daily Star  | English

G7 expresses support for Israel, calls Iran source of instability

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago