ভারতে ওষুধ, পিপিই পাঠানোর প্রস্তাব বাংলাদেশের
ভারতে চলমান করোনা সংকটে সেখানে জরুরি চিকিৎসা সহযোগিতা পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, এই সহযোগিতার মধ্যে থাকবে ১০ হাজার শিশি ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট ও কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেট।
এতে আরও বলা হয়েছে, ভারতে করোনায় জীবনহানিতে বাংলাদেশ সরকার গভীর দুঃখ প্রকাশ করছে।
এই দুর্যোগপূর্ণ অবস্থায় ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়াতে চায় বাংলাদেশ। সেখানে মানুষের জীবন বাঁচাতে সহযোগিতার জন্যে প্রস্তুত রয়েছে দেশটি।
একই সঙ্গে ভারতের জনগণের এই দুর্দশা থেকে মুক্তির জন্যে বাংলাদেশের জনগণের প্রার্থনা থাকবে উল্লেখ করে বার্তায় আরও বলা হয়েছে, প্রয়োজনে ভারতকে আরও সহযোগিতা দেওয়া হবে।
আরও পড়ুন:
ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৩৬৪৫ শনাক্ত ৩ লাখ ৭৯ হাজার ২৫৭
Comments