কর্ণফুলীতে ট্যাংকারে আগুন, ২ জনের মৃত্যু, দগ্ধ ৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে একটি বেসকারি জেটিতে জ্বালানি পণ্য খালাসের সময় অগ্নিকাণ্ডে দুই জন ক্রু দগ্ধ হয়ে মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে তেলবাহী একটি ছোট জাহাজে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অগ্নিদগ্ধ আরও তিন জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল সাড়ে ৬টায় বন্দরের ডলফিন জেটির অন্য তীরে অবস্থিত সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে নোঙর করা এমটি ইরাবতী-১ নামে একটি ইনল্যান্ড ট্যাংকারের ইঞ্জিন কক্ষে আগুন লেগে গেলে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দুই জন মারা গেছেন এবং তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে তাদের পরিচয় জানাতে পারেননি ওমর ফারুক। বন্দর কর্মকর্তারা জানান, বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যালের জেটিতে জাহাজটি থেকে তরল জ্বালানি কনডেনসেট খালাস করা হচ্ছিল। আশুগঞ্জের হরিপুর থেকে আনা হয় গ্যাস উপজাত এই তরল জ্বালানি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনার পরপর পাশেই কোরিয়ান ইপিজেডে অবস্থতি ফায়ার সার্ভিসের কর্ণফুলী স্টেশন থেকে দুটি ও নগরীর আগ্রাবাদ স্টেশন থেকে একটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। এ ছাড়া, বন্দরের দুটি টাগবোট কাণ্ডারী-১ ও কাণ্ডারী-১০ এবং নৌবাহিনীর উদ্ধারকারী টাগবোট পশুর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সাহায্য করে।’
চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘জ্বালানি পণ্য খালাসের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ তিন জনকে আজ সকাল সাড়ে ৯টার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে মনির নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজন শাহাবুদ্দিন (৬০) ও সুফিয়ানকে (৪৮) ভর্তি রাখা হয়েছে। তাদের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালীও পুড়ে গেছে।’
Comments