সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, গুরুতর আহত বাবা-মা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন ইসলাম নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা-মা।
বিস্ফোরণে আহত হওয়ার পর তাদের তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে শিশুটি মারা যায়।
গত বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার ডাকবাংলা ভবনের পাশের বাসায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে সাইফুল ইসলাম (৩৭), তার স্ত্রী লায়লা বেগম (২৬) ও সন্তান লিংকন ইসলাম (৫) দগ্ধ হন।
পুলিশ জানায়, বুধবার রাতে রান্না ঘরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন লায়লা বেগম। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে বিকট শব্দে তারা তিন জন ছিটকে পড়ে যান, তাদের শরীরে আগুন ধরে যায়।
পুলিশ আরও জানায়, শিশুটির শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়। পরে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে। প্রথমে আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বলেন, ‘রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তার মা-বাবার শরীর পুড়ে যায়। শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটির বাবা সাইফুল ইসলাম উপজেলা ডাকবাংলোর কেয়ারটেকার। তাদের চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।’
Comments