নিষেধাজ্ঞা, ভারত থেকে অস্ট্রেলিয়া প্রবেশ করলে ৫ বছরের জেল

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটি থেকে যাত্রী প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটি থেকে যাত্রী প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া।

আজ শনিবার বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর অস্ট্রেলিয়ার কোনো নাগরিক ভারত থেকে ফিরলে পাঁচ বছরের জেল এবং জরিমানা করা হতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘ভারতে কোভিড-১৯ এ আক্রান্তদের কোয়ারেন্টিনের অনুপাতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত সপ্তাহেই ভারত থেকে সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

ভারতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছেন। যাদের মধ্যে ৬০০ জনের অবস্থা গুরুতর।

একজন চিকিৎসক অস্ট্রেলিয়ান টিভিকে বলেন, ভারত থেকে নাগরিকদের প্রবেশের ভয়াবহতার কথা বিবেচনা করেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

জিপি অ্যান্ড হেলথ কমেন্টেটর ড. ভয়ম শারমের বলেন, ‘আমাদের পরিবার সেখানে মরণাপন্ন অবস্থায়। তাদের বের করে নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। সরকারের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, গত সোমবার থেকে ১৪ দিনের মধ্যে ভারতে ছিলেন এমন কেউ অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চাইলে অনুমতি দেওয়া হবে না।

নতুন এই আইন মেনে চলতে ব্যর্থ হলে পাঁচ বছরের জেল অথবা ৬৬ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

আগামী ১৫ মে সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট এক বিবৃতিতে বলেন, ‘সরকার এই সিদ্ধান্ত হালকাভাবে দেখছে না।’

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

34m ago