হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিসানুল হক।
তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে জড়িত ছিলেন জুনায়েদ আল কাসেমী। তিনিই ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের মূলহোতা ছিলেন।’
হেফাজতের সদ্যবিলুপ্ত কমিটিতে জুনায়েদ আল কাসেমীর পদ কী ছিল, তা জানাতে পারেননি সিআইডির এই কর্মকর্তা।
Comments