হাটহাজারীতে হেফাজতের কেন্দ্রীয় নেতা জাফর আহমেদ গ্রেপ্তার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জাফর আহমেদকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এসময় যুবদলের নেতা মো. আকরামউদ্দিন এবং হেফাজত কর্মী সালাউদ্দিনকেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হাটহাজারীতে গত ২৬ মার্চের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছে। জাফর আহমেদ দুটি মামলার এফআইআরে অভিযুক্ত এবং বাকি দুজনকে সিসিটিভি ফুটেজ যাচাই করার পরে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘এ নিয়ে হেফাজতের প্রায় ৫০ জন নেতা-কর্মীকে ওই সহিংসতার ঘটনায় আটক হয়েছে।’
পুলিশ জানিয়েছে, হেফাজত প্রধান জুনায়েদ বাবুনাগরীসহ ১০০ জনেরও বেশি হেফাজত নেতা ও বিএনপি সদস্যদের বিরুদ্ধে মোট ১০টি মামলা করা হয়েছে। এছাড়াও, এসব মামলায় ছয় হাজারের বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
Comments