প্রতিবেশীর গাছের আম ছেঁড়ায় শিশুকে নির্যাতনের অভিযোগ

কুড়িগ্রামের রৌমারীতে প্রতিবেশীর গাছের আম ছেঁড়ায় সাত বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ তুলেছে তার পরিবার। এ ঘটনায় শিশুটির মা হাসিনা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ওই প্রতিবেশীর বিরুদ্ধে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শিশুটির মা হাসিনা বেগম অভিযোগ করে বলেন, ‘শুক্রবার বিকেলে অন্যদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় ওই শিশুটি। এ সময় আবু সাঈদ নামের এক প্রতিবেশীর আমগাছ থেকে একটি আম ছিঁড়ে ফেলে সে। এতে আবু সাঈদ ও আব্দুর রউফ শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন এবং পরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।’
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার বিকেলে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সেলিম মিয়া আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটি হাতে-পায়ে, মাথায়, কোমরে ও পিঠে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে আশঙ্কামুক্ত।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘এ ঘটনায় শিশুটিকে দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত আবু সাঈদ ও আব্দুর রউফের মুঠোফোনো একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, ‘আমি বিষয়টা জানতে পেরেছি। তবে, কোনো পক্ষ মীমাংসার জন্য আমার কাছে আসেনি।’
Comments