বসুন্ধরা এমডির সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন

রাজধানীর গুলশানে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে কুমিল্লায় মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ ও কুমিল্লা মহানগর আইনজীবী কল্যাণ পরিষদ।

আজ রোববার দুপুর ১২টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে আইনজীবীদের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক পিপি মুস্তাফিজুর রহমান লিটন। অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিনসহ অনেকে।

তারা বলেন, একটি হত্যাকাণ্ড হলেও মামলা নেওয়া হয়েছে দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে। অথচ মামলা নেওয়ার কথা ছিল নারী ও শিশু নির্যাতন আইনে। ওই কলেজছাত্রীকে নির্যাতনের পরে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে আনভীরের মা এবং আরও এক নারীর নাম উঠে এসেছে। অথচ এই মামলায় আসামি করা হয়েছে মাত্র একজনকে। তদন্ত করে তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।

এ সময় তারা বিনা খরচে মৃত কলেজছাত্রীর পরিবারকে আইনি সহায়তা দেবেন বলে জানান।

এর আগে সকাল ১১টার দিকে কুমিল্লার ছাতিপট্টি এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা শাখা এই কর্মসূচি পালন করে।

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যথাযথ তদন্ত করে দোষী বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরাও সংহতি জানায়।

আরও পড়ুন

চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন আনভীরের স্ত্রী-পরিবারসহ ৮ জন



আগাম জামিন আবেদন করলেন সায়েম সোবহান আনভীর



বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা



গুলশানে ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

58m ago