কোভিড রোগীদের চিকিৎসায় ১০ শয্যার আইসিইউ পেল টাঙ্গাইল জেনারেল হাসপাতাল
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। করোনা রোগীদের চিকিৎসার জন্য আজ দুপুরে এই ইউনিট চালু করা হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৫০টি সাধারণ শয্যা থাকলেও হাসপাতালটিতে এতদিন আইসিইউ সুবিধা ছিল না। আইসিইউ ইউনিট উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ নুরুল আমিন মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর প্রমুখ।
অবশ্য সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান দ্য ডেইলি স্টারকে বলেন, উদ্বোধন করা হলেও কিছু আনুষঙ্গিক কাজ বাকি থাকায় আইসিইউ সেবা চালু করতে আরও তিন-চার দিন সময় লাগবে।
করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের আইসিইউতে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
Comments