মমতাকে অভিনন্দন মেহবুবা মুফতি, অরবিন্দ কেজরিওয়াল ও ওমর আব্দুল্লাহর

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গে সরকার গড়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। সরকারিভাবে এখনও ঘোষণা না এলেও  আজ রোববার দুপুর পর্যন্ত ২৯২ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ২০২টিতে, বিজেপি এগিয়ে আছে ৮৬ আসনে। যদিও এখনও কয়েকটি রাউন্ডের গণনা বাকি আছে।

তবে, ইতোমধ্যে ভারতের অনেক রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু কাশ্মিরের মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাহ।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইট করেন, ‘বড় জয়ের জন্য অভিনন্দন মমতা দিদি। দারুণ লড়াই করেছেন। পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন।’

কাশ্মিরের রাজনীতিক মেহবুবা মুফতি টুইট করেন, ‘অভিনন্দন মমতা। বিভেদসৃষ্টিকারী শক্তিকে প্রত্যাখ্যান করায় পশ্চিমবঙ্গের জনগণকে সেলাম।’

আরেক রাজনীতিক ওমর আব্দুল্লাহ টুইট করেন, ‘পশ্চিমবঙ্গে অসাধারণ জয়ের জন্য তৃণমূল ও দিদিকে আন্তরিক অভিনন্দন। বিজেপি এবং একটি মধ্যপন্থী নির্বাচন কমিশন সবকিছু আপনার দিকে ছুঁড়ে দিয়েছিল। আপনি বিজয়ী হয়েছেন। পরবর্তী পাঁচ বছরের জন্য শুভ কামনা।’

শারদ পাওয়ারের টুইট, ‘বিস্ময়কর জয়ের জন্য আপনাকে অভিনন্দন মমতা। আসুন আমরা মানুষের কল্যাণ এবং সম্মিলিতভাবে মহামারি মোকাবিলায় কাজ করি।’

সঞ্জয় রাউত টুইট করেন, ‘অভিনন্দন বাংলার বাঘিনী। দিদি, দিদি ও দিদি!’

ডেরেক ও’ব্রেয়েন টুইট করেন, ‘ধ্বংসাত্মক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পর এটি একটি আবেগপূর্ণ দিন। ভারত ও বাংলার জন্য দিনটি গুরুত্বপূর্ণ। আমরা আনন্দিত কিন্তু আমাদের মনে রাখতে হবে করোনা পরিস্থিতিতে আমাদের দায়িত্বশীলভাবে উদযাপন করতে হবে।’

আরও পড়ুন:

পশ্চিমবঙ্গে আবারও মমতা

পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

 

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago