দলকে জিতিয়ে নিজেও জিতলেন

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে এক হাজার ২০০ ভোটে পরাজিত করে বিজয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর থেকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিজয়ের হাসি মমতার মুখেই।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, নন্দীগ্রামে সর্বশেষ ১৭তম রাউন্ড ভোট গণনা শেষে শুভেন্দুর চেয়ে এক হাজর ২০০ ভোটে এগিয়ে আছেন মমতা।

তবে, নির্বাচন কমিশন এ বিষয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি।

এপিবি আনন্দের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেস ২১২টি আসনে ও বিজেপি ৭৮টি আসনে এগিয়ে রয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ২০৬টি আসনে ও বিজেপি ৮০টি আসনে এগিয়ে রয়েছে এবং তৃণমূল কংগ্রেস দুটি আসনে জয় লাভ করেছে।

 

আরও পড়ুন:

মমতাকে অভিনন্দন মেহবুবা মুফতি, অরবিন্দ কেজরিওয়াল ও ওমর আব্দুল্লাহর

সব চোখ নন্দীগ্রামে

পশ্চিমবঙ্গ: তৃণমূল-বিজেপি লড়াই সমানে সমান

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

পশ্চিমবঙ্গে আবারও মমতা

পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

 

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago