মমতা না শুভেন্দু, নন্দীগ্রামের জয় নিয়ে বিভ্রান্তি

নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে এবিপি আনন্দ, এনডিটিভিসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে নন্দীগ্রামে ১ হাজার ২০০ ভোটে মমতার জয়ের খবর নিশ্চিত করা হলেও সন্ধ্যার পরপরই আসনটিতে ১ হাজার ৬২২ ভোটে শুভেন্দু জয়ী হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা, জি নিউজসহ কয়েকটি সংবাদমাধ্যম।

শুভেন্দু দাবি করেছেন, নন্দীগ্রামে তিনি বিজয়ী হয়েছেন।

ভারতীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এবিপি আনন্দ জানায়, ১ হাজার ৯৫৩ ভোটে মমতা পরাজিত হয়েছেন।

নন্দীগ্রামে কি পুনরায় ভোট গণনার দাবি করছেন? সন্ধ্যা পৌনে ৭টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দের এই প্রশ্নের উত্তরে বলেন, ‘অবশ্যই দাবি করছি। কারণ সেখানে অনেক টেম্পারিং হয়েছে। কয়েক ঘণ্টা সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। একবার ফল ঘোষণা করে আবার পরিবর্তন করা হয়েছে।’

এখনও পর্যন্ত নন্দীগ্রামে কে জিতেছেন, তা নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে।

তবে, ২০০টির বেশি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেসই যে রাজ্য সরকার গড়তে চলেছেন তা নিশ্চিত। মমতা বন্দোপাধ্যায় ফেসবুক লাইভে এসে বাংলার মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

মমতা বলেন, ‘বাংলা আজ ভারতবর্ষকে বাঁচিয়ে দিয়েছে। মাফিয়া দলকে হারিয়ে আমরা ক্ষমতায় আসতে চলেছি। নির্বাচন কমিশনের সঙ্গেও আমরা লড়েছি। আমি দুঃখিত যে, নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে। আমি নন্দীগ্রাম ইস্যু নিয়ে কথা বলেছি। তিন ঘণ্টা আগে সেখান থেকে বিজয় ঘোষণা করা হয়। এখন আবার অন্য খবর বলছে। এটা কী করে সম্ভব! নিশ্চয়ই কোনো কারচুপি চলছে। কমিশনের বিরুদ্ধে সাংবিধানিক বেঞ্চে যাব, আইনি লড়াই করব। কারণ, যাই হোক না কেন বাংলাই (পশ্চিমবঙ্গ) এই ম্যাচ জিতেছে।’

তৃণমূল কংগ্রেস এক টুইটে জানায়, ‘নন্দীগ্রামের গণনা প্রক্রিয়া শেষ হয়নি। দয়া করে অনুমান করবেন না।’

ভারতের নির্বাচন কমিশন এখনো নন্দীগ্রামের ফল ঘোষণা করেনি।

আরও পড়ুন:

দলকে জিতিয়ে নিজেও জিতলেন

মমতাকে অভিনন্দন মেহবুবা মুফতি, অরবিন্দ কেজরিওয়াল ও ওমর আব্দুল্লাহর

সব চোখ নন্দীগ্রামে

পশ্চিমবঙ্গ: তৃণমূল-বিজেপি লড়াই সমানে সমান

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

পশ্চিমবঙ্গে আবারও মমতা

পশ্চিমবঙ্গ: ভোটের প্রবণতা তৃণমুলের পক্ষে

পশ্চিমবঙ্গ: প্রথম রাউন্ডের গণনায় তৃণমূল এগিয়ে

পশ্চিমবঙ্গ: হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

Comments

The Daily Star  | English
Speaker Shirin Sharmin Chaudhury resigns

How could fugitive ex-Speaker submit biometrics for passport?

The question arises, if the passport employees got a trace of Shirin Sharmin then how come the police did not?

2h ago