জৈন্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর ওয়ার্কশপে ট্রাক, নিহত ৩
সিলেট-তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় জাফলংগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মোটর ওয়ার্কশপে ঢুকে গেলে ওয়ার্কশপের মালিকসহ তিনজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোররাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক পার্থ রঞ্জন চক্রবর্তী।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে ওয়ার্কশপের মালিক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সোহেল আহমেদ ও গ্যারাজে বসে থাকা পিকআপ ভ্যানচালক কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার আশিক আহমদের পরিচয় জানা গেছে।
নিহত অপরজনের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
এছাড়াও, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদেরও চিকিৎসার জন্য একই হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার সকালে উপজেলার ফেরিঘাট এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে একই পরিবারের দুই শিশু ও দুই নারী এবং অটোরিকশার চালকসহ মোট পাঁচজন নিহত হন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই পরিবারের আরও দুইজন।
Comments