অপরাধ ও বিচার

কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, স্কুলছাত্রীসহ আহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের গুলিতে জয়নাল আবেদীন (৩৬) নামের একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
dead body
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের গুলিতে জয়নাল আবেদীন (৩৬) নামের একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

আহতরা হলেন আলী আকবর (৩৮) ও স্কুলছাত্রী রিফা আক্তার।

গতকাল রোববার রাত ১১টায় গুলিতে গুরুতর আহত জয়নাল আবেদীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জয়নাল আবেদীন মারা যাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়ার মৃত মো. নুরুন্নবী ছেলে। আহত আলী আকবর একই ইউনিয়নের আফজালিয়া পাড়ার মৃত রস্তম আলীর ছেলে।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় জড়িতরা কোনভাবেই ছাড় পাবে না। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানান, গতকাল রাত ৯টার দিকে মগনামা ফুলতলা স্টেশনের আশুর দোকানের সামনে আফজালিয়া পাড়ার আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার মৃত নুরুল হোছেনের ছেলে নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন জয়নাল আবেদীনের ওপর সশস্ত্র হামলা করে। এতে ঘটনাস্থলে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়।

সে সময় জয়নালের সঙ্গে থাকা আলী আকবর ও রিফা আকতারও গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিদুল ইসলাম আহত দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

Comments

The Daily Star  | English

US vetoes Security Council demand for Gaza ceasefire

13 Security Council members voted in favor of a brief draft resolution, put forward by the UAE, while Britain abstained

2h ago