‘সই জাল করে টাকা আত্মসাৎ’: গ্রেপ্তার প্রকল্প কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তওহীদ আহমদ সজল দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার সচিব মো. মোহসীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাসুদুলকে গ্রেপ্তারের তারিখ থেকে বিএসআর পার্ট-১ এর বিধি ৭৩ নোট-২ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন— বলেন তওহীদ আহমদ।
উপজেলা নির্বাহী অফিসারের সই জাল করে টাকা আত্মসাতের ঘটনায় তওহীদ আহমদ সজলকে প্রধান করে গতকাল পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাসুদুল ইসলামের আইনজীবী গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
গত ৩০ এপ্রিল চুনারুঘাট শহর থেকে মাসুদুল ইসলামকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ। সেদিন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ জানিয়েছিলেন, ইউএনও ফাতেমা তুজ জোহরার অভিযোগের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকতা মো. আলতাফ হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের জন্য বিব্রতকর।’
আরও পড়ুন
‘সই জাল করে টাকা আত্মসাৎ’, মাধবপুরের প্রকল্প কর্মকর্তা আটক
Comments