শেষ চার ম্যাচ জিতলে শিরোপা জয় সম্ভব, বিশ্বাস পিকের
লিগের ৩৪ রাউন্ড শেষ। তাতে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে বার্সেলোনা। তবে শেষ চারটি ম্যাচ জিততে পারলে এখনও লিগ জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে বলে করেন দলের অন্যতম সেরা খেলোয়াড় জেরার্দ পিকে।
আগের দিন রোববার রাতে মেস্তায়া স্টেডিয়ামে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। পাঁচটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমে পিছিয়ে পড়েছিল কাতালানরা। গাব্রিয়েল পাউলিস্তার এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ১২ মিনিটের ব্যবধানে তিনটি গোল আদায় করে নেয় বার্সা। জোড়া গোল করেন লিওনেল মেসি। অপরটি আসে আতোঁয়ান গ্রিজমানের কাছ থেকে।
আর এ ম্যাচ জয়ের পরই আত্মবিশ্বাস ঝড়ে পিকের কণ্ঠে, 'শেষ পর্যন্ত লড়াই আলিয়ে যেতে (গ্রানাদার বিপক্ষে) অপ্রত্যাশিত হারের পর আমাদের এ ম্যাচ জিততেই হতো। আমরা এখনও লড়াইয়ে আছি। আমরা এখানে আছি, এটাই আমাদের লক্ষ্য। বৃহস্পতিবারের হার আমাদের অনেক ক্ষতি করেছে। তবে ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় আমাদের আত্মবিশ্বাস এনে দিয়েছে।'
এদিনও ম্যাচটা সহজেই জিততে পারতেন বলে মনে করেন পিকে, 'আমাদের এ ম্যাচ আগেই শেষ করে দেওয়ার সামর্থ্য ছিল। তারা বৈচিত্র্যপূর্ণ দল এবং অনেক কিছুই ঘটে। আপনি যদি গোলগুলো পর্যবেক্ষণ করেন দেখবেন তারা খুব কম শট নিয়েছে। কিন্তু সমস্যা হলো যে কয়টা শট নিয়েছে তাই ভেতরে ঢুকেছে।'
আগামী শনিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকোর মোকাবেলা করবে বার্সা। সে ম্যাচ জিততে পারলে তাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ঘোচাতে পারবে তারা। সেক্ষেত্রে লড়াইয়ে দারুণভাবে টিকে থাকবে দলটি। পিকের ভাষায়, 'আমরা অ্যাতলেতিকো মাদ্রিদের জন্য প্রস্তুত হচ্ছি। একটাই প্রত্যাশা জয়। এবং এটা আমাদের হাতেই। আমাদের জিততেই হবে। এর কোনো বিকল্প নেই।'
উল্লেখ্য, অ্যাতলেতিকোর বিপক্ষে জয় তুলে বাকী সব ম্যাচ জিতলেও লাভ হচ্ছে না বার্সেলোনার। থাকতে হচ্ছে দ্বিতীয় অবস্থানেই। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে দুটি এল ক্লাসিকোতে হেরে পিছিয়ে রয়েছে দলটি। তাই পয়েন্ট সমান হলেও এমনকি গোল ব্যবধানে এগিয়ে থাকলেও পিছিয়ে থাকতে হবে তাদের। তাই নিজেদের জয়ের পাশাপাশি রিয়ালের পয়েন্ট হারানোর প্রত্যাশাও করতে হবে দলটিকে।
Comments