যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে করোনায় এক কিশোরের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।
মৃত রকি সরেণের (১৭) বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। চার বছর আগে রাজশাহীর আদালতের মাধ্যমে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আনা হয়।
আজ সোমবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অসুস্থ অবস্থায় শনিবার রকিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। পরে শনিবার মধ্যরাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Comments