কয়েদির কথার সূত্র ধরে ডাকাত দল গ্রেপ্তার

নাটোরের তমালতলা বাজারের ১১ দোকান ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জেলখানায় একজন কয়েদির কথার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, গত ২১ জানুয়ারি নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে ১১টি দোকানে ডাকাতি হয়। পুলিশ যখন কোনভাবেই ডাকাতি মামলার কূল কিনারা করতে পারছিল না ঠিক সেই সময় জেলখানায় এই ঘটনায় জড়িত ছিল বলে দাবি করে গল্প করেন এক কয়েদি। পরে জেলফেরত আসামিদের কাছ থেকে ঘটনা জানতে পেরে অনুসন্ধান শুরু করে পুলিশ। নওগাঁ জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আব্দুর রহমান, শাহজাহান আলী, মো. নাসের, মো. শাহীন আলীকে। উদ্ধার করা হয় ডাকাতিতে ব্যবহৃত ট্রাক।
ডাকাতিতে জড়িত ১২ আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। ডাকাত চক্রকে গ্রেপ্তারে ওই অঞ্চলে ডাকাতি কমবে বলেও দাবি করেন তিনি।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে আব্দুর রহমান এবং শাহজাহান আলী নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানান পুলিশ সুপার।
Comments