ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা বিল্লাল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের ঘটনায় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা বিল্লাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. ইশতিয়াক আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার বিল্লাল হোসেন শহরের কান্দিপাড়া এলাকার আল জামিয়া আল ইসলামিয়া আল ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক ও জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা বিল্লাল। ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে তার অবস্থান নিশ্চিত হওয়া গেছে।
তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Comments