জনগণের আস্থাই বিশ্বাসযোগ্য সাংবাদিকতার প্রাণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রতিবছর পিছিয়ে যাচ্ছে। ২০২১ সালে ১৮০টি দেশের মধ্যে আমাদের অবস্থান ১৫২। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও আমরা পিছিয়ে। সূচকে ভারত, পাকিস্তান, এমনকি আফগানিস্তানের চেয়েও নিচে বাংলাদেশের অবস্থান। স্বাধীন সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কী? গণমাধ্যম কি আসলেই স্বাধীন? সাধারণ মানুষ কি গণমাধ্যমের ওপর আস্থাহীন হয়ে পড়ছেন? এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী?
এই প্রশ্নগুলো নিয়ে ‘স্টার উইথ এডিটর’ এ আমরা কথা বলেছি দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে।
Comments