বেনেতেকে ১ বছরের জন্য প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানিয়েছি: নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির ডানপন্থী দলগুলোর জোট ইয়ামিনার চেয়ারম্যান নাফতালি বেনেতেকে ‘পর্যায়ক্রমিক’ শর্তে এক বছরের জন্য প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার নেতানিয়াহু এ আহ্বান জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইসরাইলের সংবাদমাধ্যম দ্য জেরুজামেল পোস্ট।
নেতানিয়াহু বলেন, ‘বামপন্থী সরকার গঠন প্রতিরোধে, আমি নাফতালি বেনেতেকে বলেছি তার প্রস্তাব অনুযায়ী “পর্যায়ক্রমিক” সরকার গঠনে সম্মত আছি। যদি তিনি এক বছরে জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।’
মঙ্গলবার মধ্যরাতে নেতানিয়াহুর মেয়াদ শেষ হওয়ার মাত্র একদিন আগে এই ঘোষণা এলো।
নেতানিয়াহু আরও বলেন, ‘এর ফলে ইয়ামিনার সদস্যরা সরকার ও নেসেটের (পার্লামেন্ট) গুরুত্বপূর্ণ পদে যেতে পারবেন। আমরা যদি (ঈশ্বর না চান) সরকার গঠন করতে না পারি এবং আমি মনে করি না এটা ঘটবে। তাহলে আমরা নেসেটের জন্য সম্মিলিতভাবে তালিকা তৈরি করব। যাতে তার দলগুলো নিজেদের পরিচয় এবং ক্ষমতা ব্যবহার করতে পারে।’
নেতানিয়াহু আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘বেনেতে যদি এই চুক্তিতে সই করে, তাহলে একটি সরকার গঠন করা সম্ভব।’
নেতানিয়াহু জানান, ১০ দিন আগে বেনেতে তাকে লিখেছিলেন, ‘আমি (নেতানিয়াহু) যদি এক বছরের জন্য সরে যাই, তাহলে একটি ডানপন্থী সরকার গঠন করা সম্ভব।’
‘আমি এখন সরে গেছি, এবার আপনার পালা’, বলেন নেতানিয়াহু।
এরপর নেতানিয়াহু এক টুইটবার্তায় লিখেন, ‘বেনেতে ডানপন্থী সরকার গঠনের দায়িত্ব নিয়েছে, অন্যরাও সেখানে যোগ দিতে পারেন।’
নেতানিয়াহু আরও লিখেছেন, ‘তারা আপনার জন্যই অপেক্ষা করছে’। বামপন্থী সরকার প্রতিহতের অনিচ্ছাই হতে পারে ডানপন্থী সরকার গঠনের প্রধান প্রতিবন্ধকতা। এ জন্য ডানপন্থী সরকার গঠনের প্রতিজ্ঞা নিন।’
নেতানিয়াহুর আহ্বানে সাড়া দিয়ে বেনেতে বলেছেন, ‘প্রধানমন্ত্রী সরকার গঠনে ব্যর্থতার দায়ভার তার ওপর চাপানোর চেষ্টা করছেন।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো, ধর্মীয় জায়নিস্ট পার্টির নেতা বেজালেল স্মরট্রিচ নেতানিয়াহুর সরকারে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।’
বেনেতে জানান, তার প্রধান লক্ষ্য হচ্ছে ডানপন্থী সরকার গঠন। কিন্তু ডানপন্থী সরকার গঠনে ইয়ামিনা এখনো কোনো প্রতিবন্ধকতা নয়।
তবে, বেজালেল স্মরট্রিচ বলেছেন, ‘যদি নেতানিয়াহু ও বেনেতে তাদের ইগো ভুলতে পারেন, তাহলে খুব শিগগিরই ডানপন্থী সরকার গঠন করা যেতে পারে।’
Comments