হেফাজত নেতা মামুনুল আরও ৫ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ আদেশ দেন। সাত দিনের রিমান্ড শেষে আজ মামুনুল হককে আদালতে হাজির করা হয়েছিল।
হেফাজত নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ আদেশ দেন। সাত দিনের রিমান্ড শেষে আজ মামুনুল হককে আদালতে হাজির করা হয়েছিল।

রাজধানীর পল্টন থানায় করা পৃথক দুই মামলায় পুলিশ মামুনুল হকের ১৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।

মতিঝিল ও পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার দুই মামলায় গত ২৬ এপ্রিল মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দিয়েছিলেন আদালত।

গত ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

একই আদালত হেফাজতে ইসলামের ঢাকা মহানগর ইউনিটের সভাপতি জুনায়েদ আল হাবিবের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তিন মামলায় পুলিশ তার ২৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

আরও পড়ুন

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

হেফাজত নেতা মামুনুলের ৭ দিনের রিমান্ড

২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা

বাবুনগরী-মামুনুলসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির

সোনারগাঁও থানায় মামলা: হেফাজতের ৪ নেতা গ্রেপ্তার

মামুনুলের পক্ষ-বিপক্ষ, কুষ্টিয়ায় আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

মামুনুল হককে নিয়ে পোস্ট: সুনামগঞ্জে যুবলীগ নেতা আটক

সোনারগাঁও থানায় মামলা: হেফাজতের ৪ নেতা গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

37m ago