নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর ও ব্যবসায়ী নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে দুটি সড়ক দুর্ঘটনায় দুই কিশোর ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
accident_15.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে দুটি সড়ক দুর্ঘটনায় দুই কিশোর ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে আব্দুল্লাহ আল মামুন আকাশ (১৭), একই ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে নূর নবী (১৬) এবং সেনবাগের অস্ট্রদ্রোন এলাকার আব্দুর রবের ছেলে ব্যবসায়ী মো. শাহীন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার সেবারহাট বাজারের ব্যবসায়ী শাহীন দোকানে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গোপালপুর পাম্প এলাকায় পৌঁছালে ফেনী থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান তাকে সামনে থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে গতকাল রাতে ভ্যানে করে বালু নিয়ে যাচ্ছিলেন আকাশ, নূর নবী ও আলা উদ্দিন নামের তিন কিশোর। রাত সাড়ে ১২টার দিকে সোনপুর চৌরাস্তা সড়কের একলাশপুর এলাকায় রাস্তা পার হতে গেলে চৌমুহনী থেকে আসা একটি পিকআপভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এই ঘটনায় আহত আলা উদ্দিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু কাউছার জানান, নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। আর পিকআপ দুটো আটক করা গেলেও চালকেরা পালিয়ে গেছেন।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago