ফাইনালে ওঠার জন্য মরতেও তৈরি নেইমার!

প্রথম লেগে নিজেদের মাঠে হেরেছে পিএসজি। অতীত পরিসংখ্যানও নেই তাদের পক্ষে। তাহলে কি টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হবে না ফরাসি পরাশক্তিদের? উত্তর জানা যাবে কয়েক ঘণ্টা পরই। তার আগে প্যারিসিয়ানদের তারকা ফরোয়ার্ড নেইমার মজার ছলে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে দিয়ে রাখলেন হুঙ্কার। সেমিফাইনাল নামক বাধা পার হতে প্রয়োজনে জীবন দিতেও রাজী এই ব্রাজিলিয়ান!
শেষ চারের দ্বিতীয় লেগে মঙ্গলবার ইংলিশ জায়ান্ট সিটির মাঠে খেলতে নামবে পিএসজি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। গত বুধবার প্রথম লেগে পার্ক দে প্রিন্সেস থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার দল। ফলে ফাইনালের পথে অনেকখানি এগিয়ে আছে সিটিজেনরা।
তবে আগেই হাল ছাড়তে নারাজ নেইমার গণমাধ্যমকে বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির বিপক্ষে আমাদের কঠিন একটি ম্যাচ রয়েছে। পরিসংখ্যান যা-ই বলুক না কেন, আমাদের জয়ের সম্ভাবনা যত শতাংশই হোক না কেন, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’
প্রথম লেগের দ্বিতীয়ার্ধের পিএসজি রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়ায় নেইমারের সেরাটা পাওয়া যায়নি। সেদিন কিলিয়ান এমবাপে ছিলেন নিজের ছায়া হয়ে। তাই আক্রমণভাগে একা হয়ে পড়েছিলেন নেইমার। এবারে বাঁচা-মরার লড়াইয়ে নিজেকে উজাড় করে দিতে চান তিনি, ‘আমি মনে করি, প্যারিসের সবাই আমাদের ওপর বিশ্বাস রাখছে।… আমি সম্মুখ সারিতে আছি এবং দলের জন্য আমিই প্রথম যোদ্ধা হিসেবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। যাই ঘটুক না কেন, আমি নিজের সেরাটা উজাড় করে দিব এবং কোয়ালিফাই করার জন্য সবকিছু করব।’
২৯ বছর বয়সী নেইমার এরপর হাসতে হাসতে যোগ করেছেন, ‘যদি মাঠে মরতেও হয়, তবে তা-ই করব।’
নেইমারদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সিটির কোচ গার্দিওলা। সেজন্য শিষ্যদের বেশ কিছু বার্তা দিয়েছেন তিনি, ‘ফাইনালে যাওয়ার ইচ্ছা থাকাটা স্বাভাবিক। আগে আমরা কখনও ওই পর্যন্ত যাইনি। আমাদের নিজেদের কাজে মনোযোগী হতে হবে, কঠিন সময়ে একত্রে থাকতে হবে, সবাই মিলে লড়তে হবে। আমরা আমাদের নিজস্ব ঢঙে খেলার যথাসম্ভব চেষ্টা করব।’
Comments