চেলসির বিপক্ষেই ফিরছেন রামোস
ঘরের মাঠের সুবিধা আদায় করে নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। চেলসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি ড্র করে তারা। প্রতিপক্ষের মাঠে স্বাভাবিকভাবেই চাপটা একটু বেশিই থাকবে তাদের। তবে স্বস্তির খবর এ ম্যাচে অধিনায়ক সের্জিও রামোসকে পাচ্ছে তারা। চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য সম্পূর্ণ ফিট এ স্প্যানিশ ডিফেন্ডার।
আগামীকাল বুধবার রাতে চেলসির মাঠে নামবে ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ায় ভালো অবস্থানে আছে চেলসি। অ্যাওয়ে গোলের সুবাদে কিছুটা এগিয়ে আছে ইংলিশ দলটি। ঘরের মাঠে গোলশূন্য ড্র হলেই উঠে যাবে স্বপ্নের ফাইনালে।
অন্যদিকে মৌসুম জুড়েই রিয়ালের একের পর এক খেলোয়াড় চোটের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। বিশেষ করে অধিনায়ক রামোসের অনুপস্থিতি বেশ ভোগান্তিতে ফেলেছিল দলটিকে। তবে এদের মিলিতাও ও রাফায়েল ভারানে বেশ ভালোভাবেই সামলেছেন। কিন্তু সবশেষ ম্যাচে পায়ে চোট পেয়ে ছিটকে পড়েছেন ভারানে। তাই রামোসের ফিরে আসাটা জরুরী ছিল তাদের জন্য।
এর আগে এককভাবে করলেও আগের দিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছিলেন রামোস। তার ফেরার কথা ছিল গত শনিবারই লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে। তবে পরে আর ঝুঁকি নেননি জিদান। তাকে স্কোয়াডেই রাখেননি। তবে অবশেষে ফিরছেন অধিনায়ক। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর ম্যাচ ফের মাঠে নামছেন এ স্প্যানিশ তারকা।
রামোসের সঙ্গে ফেরলান্দ মেন্দিকেও পাচ্ছে রিয়াল। মাঠে নামার সম্ভাবনা কম থাকলেও দলের সঙ্গে আছেন মার্সেলোও। চোট কাটিয়ে ফিরেছেন টনি ক্রুসও।
Comments