সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

Border Killing.jpg
ফাইল ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার কেন্দ্রীবিল সীমান্তে ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দাদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

নিহত মো. মকবুল হোসেন (২৫) উপজেলার কেন্দ্রী গ্রামের জামশেদ আলীর ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোরে নিহত যুবকসহ চার জন কাঠ বা অন্য কিছু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় সেখানকার খাসিয়া পল্লীর বাসিন্দারা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছুড়লে একজন ঘটনাস্থলেই মারা যান।’

তিনি বলেন, ‘ঘটনার পর পরই মকবুলের মৃতদেহ বাংলাদেশ সীমান্তের ভেতরে নিয়ে আসে তার সহযোগীরা। তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে।’

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সীমান্তের ভেতরে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘স্থানীয়রা প্রায়ই চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। আজও একই উদ্দেশ্যে প্রবেশের পর সেখানকার খাসিয়া পল্লীর বাসিন্দাদের সঙ্গে কোন একটা বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।’

তবে নিহতের সঙ্গে থাকা বাকি তিন জনের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, ‘সিলেটের বিস্তীর্ণ সীমান্ত সবসময় নজরদারিতে রাখা সম্ভব হয় না। এই সুযোগে চোরাকারবারিরা ভারতে অনুপ্রবেশ করে। অনুপ্রবেশ বন্ধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন।’

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

56m ago