হাটহাজারীতে হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মাওলানা মো. আরিফ ও মাওলানা মো. তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় হাটহাজারী পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাওলানা আরিফ হাটহাজারী পৌর হেফাজতের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মাওলানা তাজুল হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক।
ওসি বলেন, ‘সম্প্রতি হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে গিয়ে এই দুজনের নাম আসায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
গত ২৬ মার্চ সহিংসতার ঘটনায় হাটহাজারী থানায় করা দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানায় পুলিশ।
Comments