মামুনুলের নির্দেশে হামলা ও যানবাহনে আগুন: আদালতে আবু বক্কর সিদ্দিক

হেফাজতে ইসলামের যুগ্ম-সম্পাদক মামুনুল হকের নির্দেশে হরতাল সফল করতে সরকারি কর্মচারীদের ওপর হামলা ও যানবাহনে আগুন দেওয়া হয় এবং হরতালের একদিন আগে মামুনুল ফোনে হরতাল সফলের নির্দেশনা দিয়েছিলেন।
Mamunul and Abu Bakkar.jpg
মামুনুল হক ও সিদ্ধিরগঞ্জ এলাকার বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের যুগ্ম-সম্পাদক মামুনুল হকের নির্দেশে হরতাল সফল করতে সরকারি কর্মচারীদের ওপর হামলা ও যানবাহনে আগুন দেওয়া হয় এবং হরতালের একদিন আগে মামুনুল ফোনে হরতাল সফলের নির্দেশনা দিয়েছিলেন।

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক (২৮) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন।

নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার আদালতে আবু বক্কর সিদ্দিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আবু বক্কর সিদ্দিক সহিংসতার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। মামুনুলের নির্দেশে তিনি এ কাজ করেছেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন।’

‘আবু বক্কর আরও বলেছেন যে, হরতাল সফল করতে হেফাজতের সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারীও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার সঙ্গে অবস্থান নিয়েছিলেন’, বলেন পিবিআই প্রধান।

তিনি আরও বলেন, ‘আমরা এখন মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।’

মামুনুলকে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বনজ কুমার বলেন, ‘জবানবন্দিতে মামুনুলের নাম আসায় আমরা অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করব।’

২৮ মার্চ হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় করা মামলায় নারায়ণগঞ্জের মিজমিজি এলাকা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করার পর তাকে আদালতে হাজির করে পিবিআই। পুলিশ সদর দপ্তরের নির্দেশে পিবিআই মামলাটি তদন্ত করছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago