করোনাভাইরাস

মৃত্যু ৩২ লাখ ২৩ হাজার, আক্রান্ত ১৫ কোটি ৩৯ লাখ

Corona_19Jan21.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন ৩২ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৩৯ লাখের উপরে। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় কোটি ৫৬ লাখের বেশি।

আজ বুধ সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের আজ সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার ৪২১ জন এবং মারা গেছেন ৩২ লাখ ২৩ হাজার ৪৩৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন নয় কোটি ৫৬ লাখ ৬ হাজার ৮৪৫ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ১০ হাজার ৯২২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭৮ হাজার ৪০৭ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সাত লাখ ৬৫ হাজার ৫৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১১ হাজার ৭০৫ জন। আর সুস্থ হয়েছেন ছয় লাখ ৯৫ হাজার ৩২ জন।

Comments

The Daily Star  | English

CSA to be repealed within a week: Nahid Islam

About the election, Nahid said an election based on national consensus will be held after completing all necessary reforms.

40m ago