টেস্টে যে কারণে দেশের বাইরে একাদশে ভারসাম্য আসছে না

উইকেট পড়তে ভুল করা, ভুল একাদশ খেলানো ইত্যাদি সমালোচনার মুখে মঙ্গলবার দেশে এসে বাংলাদেশের কোচ অলরাউন্ডারের অভাবকেও দেখালেন বড় করে
Russell Domingo
ছবি: বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাঁচ বিশেষজ্ঞ বোলার এবং কিপারসহ ছয় ব্যাটসম্যান নিয়ে খেলেছিল বাংলাদেশ। নিষ্প্রাণ উইকেটে প্রথম টেস্ট ড্র করলেও পরের টেস্টে হারতে হয়েছে বাজেভাবে। ওই টেস্টের একাদশ নিয়েও উঠেছে প্রশ্ন। দেশে ফিরে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, অলরাউন্ডারের অভাবে একাদশে ভারসাম্য আনতে পারেননি তারা।

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হারে ২০৯ রানের বড় ব্যবধানে। প্রথম টেস্টে একই ভেন্যুতে ডিমেরিট পাওয়া উইকেটে ড্র হয় ম্যাচ। দ্বিতীয় টেস্টের উইকেট ছিল শ্রীলঙ্কার চিরায়ত ঘরানার। প্রথমে ব্যাটসম্যানদের সুবিধা দিলেও তা পরে হয়ে যায় স্পিন বান্ধব।

আরও পড়ুনস্পিন নিয়ে কি তবে ছিল ফাঁপা আত্মতুষ্টি?

কিন্তু বাংলাদেশ একাদশে রেখেছিল তিন পেসার আর দুই স্পিনার। পেসারদের মধ্যে আবু জায়েদ রাহি প্রথম ইনিংসে ২২ ওভার বল করে ছিলেন উইকেটশূন্য, পরের ইনিংসে আর বোলিং পাননি।

উইকেট পড়তে ভুল করা, ভুল একাদশ খেলানো ইত্যাদি সমালোচনার মুখে মঙ্গলবার দেশে এসে বাংলাদেশের কোচ অলরাউন্ডারের অভাবকেও দেখালেন বড় করে, ‘ হারলে সমালোচনা হবেই। অবশ্যই সাকিব না থাকলে ভারসাম্য আনা কঠিন। হয় আপনাকে একজন ব্যাটসম্যান বা একজন বোলার কম খেলাতে হবে।’

আরও পড়ুনসাকিব-মোস্তাফিজকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেই থাকতে হবে

আইপিএলের কারণে এই সিরিজে খেলেননি সাকিব আল হাসান। তার অভাব টের পাওয়া অনুমিতই। তবে দেশের বাইরে সাকিবের থেকেও একজন কার্যকর পেস অলরাউন্ডারের ঘাটতি ডমিঙ্গোর কাছে বড়, ‘আমি অবশ্যই একজন অলরাউন্ডারের অভাব টের পাচ্ছি। অবশ্যই সাকিব থাকলে দলে ভারসাম্য আসে। কিন্তু আমাদের এমন একজনও দরকার যে ছয় নম্বরে ব্যাট করতে পারে এবং পেস বোলিং করতে পারবে। বিশেষ করে ঘরের বাইরে এটা খুবই দরকার। যা আমাদের এখন নেই।’

আপাতত বাংলাদেশ টেস্ট দলের আশেপাশে নেই তেমন কেউ। পেস অলরাউন্ডার হিসেবে সীমিত সংস্করণের ক্রিকেটে খেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু সাম্প্রতিক সময়ে তার বোলিংয়েও ধার কমেছে। টেস্টে অলরাউন্ডার হিসেবে দলে আসার ক্ষেত্রে তিনি এখনো বিবেচনায় নেই।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago