লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা আইনজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
সরকার ঘোষিত ‘লকডাউনের’ বৈধতা চ্যালেঞ্জ করে রিট করার পর শুনানিতে অংশ না নেওয়ায় সুপ্রিম কোর্টর আইনজীবী ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ইউনুছ আলীর দায়ের করা রিট খারিজ করে জরিমানার আদেশ দেন।
আদালত বলেন, ‘জনগণের আগ্রহ আছে এমন সব বিষয় নিয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রায়ই রিট করেন, এরপর সে বিষয়ে মিডিয়ার সামনে ব্রিফ করেন, কিন্তু শুনানিতে অংশ নেন না।’
‘লকডাউনের’ বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়েরের পর পাঁচ-ছয় দিন পেরিয়ে গেলেও তিনি শুনানিতে আসেননি বলেও জানায় হাইকোর্ট বেঞ্চ।
আদালত পরামর্শ চাইলে ইউনুছ আলী আকন্দের বিরুদ্ধে জরিমানার আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, বিপুল বাগমার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।
যোগাযোগ করা হলে ইউনুছ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, যেহেতু শুনানিতে অংশ নেইনি, তাই জরিমানার কথা জানি না।
এর আগে গত ২৭ এপ্রিল ইউনুছ আলী আকন্দকে হাইকোর্ট বলেছিলেন, ‘শখের বশে এসব মামলা নিয়ে আসবেন না। এ ধরনের মামলা (রিট) রিজেক্ট করা হলে এবার হেভি কস্ট (বড় জরিমানা) দিয়ে রিজেক্ট (খারিজ) করা হবে।’
Comments