করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাবিতে জুলাই থেকে অনলাইনে পরীক্ষার সুপারিশ

আগামী জুন মাসের মধ্যে দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হলে জুলাই মাস থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ডিন'স কমিটি। আজ বুধবার বিকেলে ডিন'স কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মাকসুদ কামাল বলেন, 'আগামী জুন মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে, পয়লা জুলাই থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমিটি। এ লক্ষ্যে সব অনুষদের ডিনদের দুই সপ্তাহের মধ্যে অনুষদভিত্তিক কৌশলপত্র প্রণয়নের জন্য বলা হয়েছে।
ডিন'স কমিটির এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
আজ বুধবার বিকেলে ডিন'স কমিটির ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
উপাচার্য ড. আখতারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনলাইনে মিড-টার্ম পরীক্ষা নেওয়া হচ্ছে। ফাইনাল পরীক্ষাও অনলাইনে নেওয়ার বিষয়ে আমরা আলোচনা করে ডিনদের কাছে প্রস্তাবনা চেয়েছিলাম। আগামীকাল অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হবে।'
Comments