আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ) এর ২০২১–২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোতর ডিগ্রিপ্রাপ্ত বাংলাদেশিদের এই সংগঠনটির সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন নুসরাত ফিরোজ আমান।

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ) এর ২০২১–২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোতর ডিগ্রিপ্রাপ্ত বাংলাদেশিদের এই সংগঠনটির সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন নুসরাত ফিরোজ আমান।

গত ২৪ এপ্রিল এএএ’র ১৯তম বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় বলে মঙ্গলবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নির্বাচনে যুহায়ের রিয়াজ সাধারণ সম্পাদক ও কাজী রকিবউদ্দিন আহমেদ এএএ’র কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া, জয়া কবির ও এ. ফারজাদ আহমেদ কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

ড. এটিএম শামসুল হুদা এর নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের কোম্পানি অ্যাক্টের আওতায় অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত এ সংগঠনটি আমেরিকান ডিগ্রিপ্রাপ্তদের দক্ষতা অনুযায়ী ডেটা সংরক্ষণ করা ছাড়াও, যুক্তরাষ্ট্রগামী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago