মোস্তাফিজদের ম্যাচে অবৈধভাবে স্টেডিয়ামে ঢোকার অভিযোগে গ্রেপ্তার দুই

ছবি: আইপিএল

মাঠে ঢোকার পরিচয়পত্র বা অ্যাক্রেডিটেশন কার্ড নকল করেছিলেন দুজন। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে ফাঁকি দিয়ে আইপিএলের ম্যাচ চলাকালে তারা ঢুকে পড়েছিলেন অরুণ জেটলি স্টেডিয়ামে। এমন অভিযোগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে।

বুধবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্তরা হলেন পাঞ্জাবের স্বরূপনগরের কৃষান গার্গ ও জালান্দারের মানিশ কানসাল। গত ২ মে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের সময় তারা মাঠে ঢুকেছিলেন। রাজস্থানের হয়ে এবারের আইপিএলে অংশ নেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। হায়দরাবাদ এই বাঁহাতি তারকার সাবেক দল। তাদের হয়ে ২০১৬ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও নেন তিনি।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের কেউই স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে অবস্থানের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। তাই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন থেকেই তাদের হাজতে রাখা হয়েছে। তারা জুয়াড়ি কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

এখন পর্যন্ত দুটি আইনে মামলা দায়ের করা হয়েছে গার্গ ও কানসালের বিরুদ্ধে। সেগুলো হলো ভারতের দণ্ডবিধির মহামারী রোগ আইন ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি বিরোধী ইউনিটের প্রধান সাব্বির হোসেন শেখকদম খান্ডেলওয়াল শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘দুজনের কাছে অ্যাক্রিডিটেশন কার্ড থাকায় ম্যাচ চলার সময় মাঠে থাকতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু দুশ্চিন্তার ব্যাপার হলো, ২ মের ম্যাচে তারা গ্রেপ্তার হলেও এর আগে আইপিএলের অনেকগুলো ম্যাচ আয়োজিত হয়েছে।’

তিনি যোগ করেছেন, ‘এই দলটা গোটা দেশে কাজ করে থাকলে ইতোমধ্যে তারা অসৎ উপায়ে কয়েক কোটি টাকা আয় করেছে। তাছাড়া, আমরা দুর্নীতি দমনের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নিলেও অপরাধীরাও পিছিয়ে নেই।’

 

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

21m ago