বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন করবে নোকিয়া

Nokia.jpg
নোকিয়ার বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন সেট। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশে মোবাইল ফোন সেট উৎপাদন করতে যাচ্ছে নোকিয়া। ইউনিয়ন গ্রুপের প্রতিষ্ঠান ভাইব্রেন্ট সফটওয়্যারের (বিডি) ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবীর দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাইব্রেন্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড বাংলাদেশে মোবাইল ফোন কারখানা স্থাপনের জন্যে বিটিআরসির কাছ থেকে অস্থায়ী অনুমোদন এবং নোকিয়া ব্র্যান্ডের ফোন অ্যাসেম্বল ও উত্পাদনের অনুমতি পেয়েছে।

বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শিল্প ২০১৭ সালে যাত্রা শুরু করে। ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনই বাংলাদেশে প্রথম উত্পাদন শুরু করেছিল।

এরপর থেকে স্যামসাং, সিম্ফোনি, ওপ্পো, রিয়েলমিসহ মোট ১০টি ব্র্যান্ড দেশে মোবাইল ফোন উত্পাদন করতে শুরু করে।

এই ব্র্যান্ডগুলো স্থানীয় বাজারে ৮৫ শতাংশ স্মার্টফোন উত্পাদন করে। তারা ৫৫ শতাংশ স্মার্টফোন ও ফিচার ফোনের স্থানীয় চাহিদা পূরণ করে থাকে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে দেশে মোবাইল হ্যান্ডসেটের মোট উত্পাদন ও আমদানি ছিল ২৯ দশমিক ৪৮ মিলিয়ন ইউনিট। এর মধ্যে ১৬ দশমিক ২১ মিলিয়ন ইউনিট স্থানীয়ভাবে ১০টি সংস্থা তৈরি করেছিল এবং ১৩ দশমিক ২৭ মিলিয়ন ইউনিট আমদানি করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago