আজমিরীগঞ্জে ৪৫০ কেজি সরকারি চাল জব্দ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বদলপুর বাজারে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান।
তিনি বলেছেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার অসচ্ছলদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে। বদলপুর ইউনিয়নে মুনাফালোভী এক ব্যবসায়ী উপকারভোগীদের কাছ থেকে অল্পমূল্যে চালগুলো কিনে নিয়ে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। তখন ১৫টি বস্তায় ৪৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।’
উপজেলা প্রশাসন চালগুলো জব্দ করলেও পাচারকারীরা পালিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Comments